আমাদের কথা খুঁজে নিন

   

কর্মক্ষেত্রে চামচামি

কর্মক্ষেত্রে চামচামি -মাহফুজ খান একটি ব্যক্তিগত অভিজ্ঞতা- যা কি না আমাকে মানুষিকভাবে মাঝে মাঝে পীড়া দেয়। উপরে উঠার জন্য চামচামি যেন কারো কারো জন্য এক মহা ঔষধ। নেহাত চাপার জোরেই টিকে আছে এমন লোকের সংখ্যা কর্মক্ষেত্রে কম নয় । বসকে পটাতে চাপাবাজিই ভরসা এবং একমাত্র আশা। তাদের কাছে চাপাবাজিই আলোর দিশা ! কতটা নির্লজ্জভাবে তারা বলতে পারে - "চামচামি একটা শিল্প"।

কর্মক্ষেত্রে চামচামি করাটা নিঃসন্দেহে একটি ঘৃণা-যোগ্য অপরাধ। নিজের স্বার্থের জন্য অন্যের কর্ম-দক্ষতাকে বা একটি সত্য তথ্যকে ম্যানেজম্যান্টের কাছে লুকানো বা প্রকাশ না করার মতো নীচতাও আজকাল কোথাও কোথাও প্রকট। যা প্রত্যাশিত নয়। নিজের চারপাশে যখন এই জাতীয় অপদার্থগুলোকে দেখি তখন খুব দুঃখিত হই। আশা করছি সকল উর্ধতন কর্মকর্তগণ বা মালিক শ্রেণীর যারা আছেন তারা চামচামির এ বিষ ক্রিয়া থেকে নিজেদের মুক্ত রাখবেন।

এবং সততাকে প্রাধাণ্য দিবেন। আমার এ লেখার মাধ্যমে আমি সকল উর্ধতন কর্মকর্তগণ বা মালিক শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.