আমাদের কথা খুঁজে নিন

   

সাক্ষাতকারে ব্লগীয় মহামান্যগণঃ আলী, ঢালী, ছাগু, এস্কিমো, কেমিকেল আলী এবং হোসেইন

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

সামহোয়্যারঃ মি. ঢালী, আপনি তো এখন ব্লগের সবচেয়ে নামী-দামি ব্যাক্তি যেহেতু আপনি সর্বোচ্চ ব্লগার তালিকায় শীর্ষে। তো আপনার কি অনূভুতি? ঢালীঃ অত্যন্ত ভালো, কল্পনার বাইরে। জাতিরে ফ্লাডিং করার সফলতা দেখায়া দিলাম। ভবিষ্যতে সুস্থ ফ্লাডিং এর লক্ষ্যে আরো দৃষ্টান্ত স্থাপন করার ইচ্ছা আছে। সা,হোঃ বাহ বেশ ভালো।

আচ্ছা ১৬ তারিখ থেকে যে আইন চালু হতে যাচ্ছে এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? ঢালীঃ অবশ্যই বলার আছে। আমি শুধু দোয়া চাই আপনাদের থেকে যেন আরো একবার ফ্লাডিং এর ভেল্কিবাজি দেখিয়ে ১৬ তারিখের মধ্যে ১০০০টি পোস্ট শেষ করতে পারি। জয় ফ্লাডিং ... জয় সামহোয়্যার। =========================== সামহোয়্যারঃ মি. আলী, আপনি একধাপ নিচে নেমে গেলেন। কি করবেন? আলীঃ দেইখা লমু খালী।

সা,হোঃ নতুন আইন সম্পর্কে কিছু বলুন... আলীঃ সামনে ঢালীর সাথে ফ্লাডিং কন্টেস্ট এখন অন্যকিছু নিয়া ভাবা চলবে না। ডোন্ট ডিস্টার্ব মি। লিভ মি এলন। সা,হোঃ অকে বাই ============================ সামহোয়্যারঃ ছাগু ভাই আইন বানায়া কেমুন লাগতেছে? ছাগুঃ আইনের প্রয়োগ দেখতে চাই। সুষ্ঠু প্রয়োগ।

তারপরে শান্তি। সা,হোঃ আইচ্ছা এই আইনের ব্যাপারে কিছু বলেন। ছাগুঃ যেমনেই হোক রুম থেকে নিরপরাধীদের ব্যান করে জামাতীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। সা,হোঃ ভাই ভয় পাইলাম ! ============================ সামহোয়্যারঃ এস্কিমো ভাই ওরফে বরফ ভাই, কেমুন আছেন? এস্কিমোঃ আছি কোনরকম বাইচা। কি বলবেন বইলা ভাগেন, ঠান্ডা লাগতেছে।

সা,হোঃ নতুন আইনের ব্যাপারে আপনার ভাবনা... এস্কিমোঃ আরে আফসোস নতুন আইনে এমুন যদি একটা আইন থাকতো যেই আইন অনুযায়ী প্রত্যেক ব্লগারকে কোন পুস্ট সাবমিট করার আগে একটা কইরা ঈগলু খাইতে হবে, তাইলে কি মজা হইতো !!! আমি থাকতাম লালে লাল, তখন আলী ও ঢালীরে দিতাম তাল। হে হে হে । ============================ সা,হোঃ হোসেইন বাই, দুঃখিত আপনে ব্যান খাইছেন বইলা। অহন নতুন আইন সম্পর্কে জানেন তো? নাকি হোসেইনঃ জানুন না কেন? জানি। ওয়েইট করতাছি আনব্যান হইলেই দেখায়া দিমু নতুন আইন পুরান আইন কারে কয়? সা,হোঃ আইত্তেরি জোসস, আমরা আছি আপনার সাথে এগিয়ে যান ভাই।

============================== সা,হোঃ কে. আলী নতুন আইন সম্পর্কে জলদি কিছু বলেন। কে.আলীঃ ধুরু মিয়া ১৬ তারিখের আগে আমার পর্যায় সারনীতে নতুন মৌলের নাম যুগ করতে হবে, জ্বালায়েন না তো। সা,হোঃ ও আচ্ছা ভাই, চরি। ============================ সা,হোঃ আশফাক ভাই নতুন আইনের প্রেক্ষাপটে আপনার ধাঁধাঁ কি পুস্ট করা যাবে? আ.রহমানঃ আরে মিয়া গেলেও কি না গেলেও কি? আমার কামই হইলো ধাধা লইয়া মাইনষেরে ক্যাচানো, এইডা কি বন্ধ রাখা যাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.