বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা
“দ্বীপ জ্বেলে যাই”... সুচিত্রা সেন অভিনীত আর একটি ছবি যা চিরদিন মনে রাখার মত । মানবসেবা শুধু যে একটি কর্ম নয় এর জন্য চাই অন্তর থেকে ভালোবাসা আর মন্ত্র, তাও এই ছবি দেখে শেখা যায় । শুনেছি সুচিত্রা সেন এখনও বেঁচে আছেন । প্রায়ই মনে হয়, এ ধরণের একজন গুণী শিল্পী কেন যে হঠাৎ মিডিয়ার/লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন ।
“এই রাত তোমার আমার”, হেমন্ত'র গাওয়া এই ছবিরই একটি চমৎকার গান ।
প্রিয় মানুষের জন্য উপহার কিনেছেন কখনও । অনেক ভেবেচিন্তে বাছাই করে কেনা উপহার । এমনকি হয়েছে কখনও যে, সেই উপহার আর দেয়াই হলো না । কভু হারাবে না এই স্মৃতি, অমলিন হয়ে রয়ে গেছে সেই উপহার আপনারই কাছে ।
কাবার্ডের একদম নিচের ড্রয়ার রাখা সেই উপহারটা বের করে নিজেই মাঝে মাঝে হাতে নেন ।
ইদানীং দৌড়ে যাওয়ার সময়ে অলস হ্রদয় হয়ত সেই সময়টুকুও পায় না ।
গানটিতে দেখুন, সঞ্চয়িতা হাতে সুচিত্রা সেনকে । সঞ্চয়িতাটাতে লেখা ...
“ আজকের এই দিনে দেবাশীষকে ---
- রাধা “
না,রাধাও পারেনি বেছে রাখা এই সঞ্চয়িতাটি দেবাশীষকে দিতে । রয়ে গেছে তা নিজের কাছেই ।
[ ছবিসূত্র: ফ্লিকআর,
শিরোনাম: চন্দ্রবিন্দু, গানের একটি লাইন ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।