আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ আঁধারের ধোঁয়া

আলমগির সরকার 'লিটন' বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া 'সরকার বাড়ির'এক সাধারণ পরিবারে ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় দুঃখ যাতনার মাঝে জীবন কি?আর বেঁচে থাকে,পাহাড়সম সুখের আনন্দ ঘোন কে বা মনে রাখে,যাতনার ঘামে সিক্ত দেহে,কামনার রসে না ঝরে।হারিয়ে ফিলা জীবন শূন্যচূড়া,ভালবাসা দৃষ্টি রয়, নির্জন রাতের নীলমেঘের তারা।দীর্ঘনাস কখন হবে সর্বনাশ,যাতনা যাবে নিঃবাস, আঁধারের ধূসর ধোঁয়া বইবে বইবে আকাশ পাণে আর পাবে না দেখতে,শুকনো পাতার মোর মোর ধ্বনির কম্পন বাজবে,আর দুর চোখের তারায় বইবে শুধু আঁধারের ধোঁয়া। লেখার তারিখঃ ২২/০১/১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।