আমাদের কথা খুঁজে নিন

   

ছয় উৎসবে 'শুনতে কি পাও!'

প্যারিসে 'গ্রা প্রি' জেতা বাংলাদেশের ছবি 'শুনতে কি পাও!' এবার একসঙ্গে আমন্ত্রণ পেল ছয়টি উৎসবে। এশিয়ার প্রাচীনতম প্রামাণ্য উৎসব জাপানের ইয়ামাগাতার [১০-১৭ অক্টোবর] প্রতিযোগিতা 'নিউ এশিয়ান কারেন্টে'র জন্য নির্বাচিত হয়েছে ছবিটি। অন্যদিকে সিডনিতে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব এন্টেনার [অক্টোবর ২-৭] মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছে 'শুনতে কি পাও!' ঠিক একই সময়ে যুক্তরাজ্যের অন্যতম নাগরিক চলচ্চিত্র উৎসব টেক ওয়ান অ্যাকশন প্রযোজক সারা আফরীনকে আমন্ত্রণ জানিয়েছে 'শুনতে কি পাও!'র প্রদর্শনী এবং আলোচনায় অংশ নেওয়ার জন্য। গ্লাসগো এবং এডিনবরায় দুটি প্রদর্শনী ছাড়াও স্কটল্যান্ডের প্রাচীনতম সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আরেকটি বিশেষ প্রদর্শনী হবে 'শুনতে কি পাও!'র।

এছাড়াও তুরস্কের ২০তম গোল্ডেন বোল চলচ্চিত্র উৎসবে [১৬-২২ সেপ্টেম্বর] 'ডেজার্ট অফ দ্য রিয়াল' শিরোনামে বিশ্বের উল্লেখযোগ্য ১২টি ছবির মধ্যে নির্বাচিত হয়েছে 'শুনতে কি পাও!' সবমিলিয়ে ছবির নির্মাতা কামাল আহমেদ সাইমন বেশ খুশি নিজের ছবি নিয়ে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.