আমাদের কথা খুঁজে নিন

   

উৎসবের নগরি সিলেট

খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে মিছিল-সমাবেশ, প্রচারপত্র বিলিসহ নানারকম প্রচারণা। তোরণ, ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে সমাবেশস্থল আলীয়া মাদ্রাসা মাঠ ও নগরীর রাস্তাঘাট। বর্তমান সরকারের শেষ সময়ে খালেদা জিয়ার সিলেটের এই সমাবেশে পাঁচ লাখ লোক সমাগম ঘটাতে চায় বিএনপি নেতা-কর্মীরা। সমাবেশ সফলে কোটি টাকার উপরে ব্যয় হবে বলে জানিয়েছেন দলের দায়িত্বশীল সূত্র।

আগামী ৫ অক্টোবর খালেদা জিয়ার সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সব দ্বন্দ্ব ভুলে তারা কাজ করছেন ঐক্যবদ্ধভাবে। জেলা-মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সৌজন্যে নগরীর সর্বত্র লাগানো হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ইলিয়াস আলীর ছবি সংবলিত ব্যানার, বিলবোর্ড। খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষে গঠিত প্রচার উপ কমিটির আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ব্যানার- ফেস্টুন লাগাচ্ছেন। এ ছাড়া পোস্টার লাগানো হয়েছে নগরজুড়ে। মাইকিং ও সভা-সমাবেশ চলছে পুরো জেলায়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.