আমাদের কথা খুঁজে নিন

   

সুবর্ণজয়ন্তী চলচ্চিত্র উৎসব আজ থেকে

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী চলচ্চিত্র উৎসব। সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নয় দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বিশেষ অতিথি থাকবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। উদ্বোধনী আয়োজনে প্রদর্শিত হবে শেখ নিয়ামত আলী ও মশিহউদ্দিন শাকের পরিচালিত 'সূর্য দীঘল বাড়ী'। জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রতিদিন তিনটি করে নয় দিনব্যাপী এ উৎসবে মোট ২১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশের চলচ্চিত্র ছাড়াও উৎসবে প্রদর্শিত হবে ভারত, রাশিয়া, ইতালি ও জাপানের চলচ্চিত্র। গতকাল দুপুরে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। নয় দিনব্যাপী এই উৎসবের চতুর্থ দিন বিকাল ৫টায় উৎসবস্থলে অনুষ্ঠিত হবে 'বাংলাদেশের অন্য চলচ্চিত্র; প্রান্তিকের নন্দনতত্ত্ব' শীর্ষক স্মারক বক্তৃতা। ২২ মার্চ সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী অনুষ্ঠানমালা শেষ হবে বলেও তারা জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.