একেতো সুনামগঞ্জ তার ওপর বর্ষা, তার ওপর ১৫ দিন। ইশ্বর শয়তানকেও যেন না পাঠায়। সিলেট বিভাগের ভেতর সুনামগঞ্জই খুব দুর্গম এলাকা। তবুও যেতে যখন হবে তা আর আফসোস করে কি হবে। সুনামগঞ্জ হাওর এলাকা।
সামান্য বর্ষণে সমুদ্র হয়ে যায়। আমি বঙ্গোপসাগর দেখেছি কিন্ত হাওর যে এত বড় হয়। কিছু দেখা যায় না শুধু জল আর জল। সুনামগঞ্জের প্রায় প্রত্যেক থানায় যেতে হয়েছে। দোয়ারাবাজার, জগন্নাথপুর, দিরাই, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা ।
তবে হ্যা বর্ষার একটা আলাদা মজা আছে। যখন আপনাকে ভিজতেই হবে। তখন আফসোস না করে বরং বর্ষার সাথে মিতালী পাতানোই কি উচিত নয়? আহা সুরমা কত রঙ যে তোর আছে। সুরমা বর্ষায় খুব যৌবনবতী সেজেছে। চারিদিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
জল সুনামগঞ্জ শহরের ভেতরে ঢুকে গেছে। সুনামগঞ্জের পাবলিক লাইব্রেরীটাও চমতকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।