নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
মস্তিষ্কের নিউরণগুলির কাজ কাম আজকাল মোটেই ভাল লাগেনা। কেমন জানি বিরক্তিকর, খারাপ জিনিসগুলির ধারণ ক্ষমতা বেশ বেশী অথচ ভালগুলো মনে রাখার জন্য মনে হয় নিউরনগুলোর পায়ে পড়ত হয় !
কেউ আমাকে আঘাত করল সেটা ঠিকই অনেকদিন মনে থাকে অথচ কেউ আপনাকে উপকার করল সেটা যেন মনে রাখাই দায়। আশেপাশে কত খারাপ, ভাল, মন্দ আছে, কোন কোনটার গ্রহণ ক্ষমতা বেশী আবার কম। সব মিলিয়েই চলে প্রতিটি দিন।
ধরুন এমনটা যদি হয়, কেউ আপনাকে আঘাত বা কষ্ট দিলে তা ঘটনার পরপরই আপনার স্মৃতি থেকে মুছে যাবে। আর কেউ উপকারে আসলে তার স্মৃতি যুগ যুগ ধরে আপনার মস্তিষ্কের হার্ডডিস্কে জমা থাকবে। অর্থ্যাত, মস্তিষ্ক শুধু ভাল জিনিসগুলো ধারন করবে খারাপ কিছু ঘটলে তা সাথে সাথে স্মৃতি থেকে হারিয়ে যাবে। তাহলে কোন কষ্ট থাকবেনা, আর কষ্ট না থাকলে দুখও থাকবেনা।
আবার কেউ অভিযোগ করল, শরীরের ক্ষত থেকে যদি কাউকে মনে করিয়ে দেয় তার অতীতের আঘাতকে তখন কি হবে। মনের কষ্টকে না হয় এভাবে তাড়ানো গেল কিন্তু বাহ্যিক কিংবা শারীরিক কষ্ট যদি বার বার মস্তিষ্ককে রিস্টোর করে তখন কি হবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।