আমাদের কথা খুঁজে নিন

   

ছড়িয়ে দিতে চাই

এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে

টিকেট কাটার পর থেকে ই কেমন যেন পালটে যাচ্ছে সব। একটা নিম্ন চাপ অনুভব করছি বুকের ভিতর। দম বন্ধ করা এক অনুভব। কোন কাজে মন বসছে না। জীবন ঘিরে আছে শুধু মা ,মাটি, সন্তান, আর....ভুলে যাই বার বার এখন ও সেমেস্টার এর 3 সপ্তাহ বাকী।

আর এই 21 দিন মহামূল্যবান সময়। এই সময়ের সুন্দর ব্যব হার একটা ভাল ফল বয়ে আনবে। তবু মন মানে না, বার বার ছুটে চলে এদিক সেদিক। কোন ভাবে ই বস মানেছে না। কত প্রবোধ দিচ্ছি।

বসে বসে ব্লগ লিখছি নিজেকে ভিতরের চাপকে ছড়িয়ে দিতে চাচ্ছি। তবু ও কোন কাজ হচ্ছে না। 3 বছরে জমে থাকা সব ভালবাসা,সব প্রতীক্ষা এক হয়ে দরজার সামনে বসে আছে। কখন দরজা খুলবে সব আবেগ হুড় মুড় করে বেরিয়ে আসবে...আমি নির্ভার হবো..... নিজে কে প্রবোধ দিতে দিতে ক্লান্ত আমি। তাও টেনে চলা জীবন।

হঠাৎ মুক্তির স্বাদ....দীর্ঘ এক নিশ্বাস বেড়িয়ে আসে....এর বাতাস ছুয়ে যাবে হাজার মাইল দূরের কোন ছোট একটা দেশে.... ধুলা বালি আর হর্নের শব্দে বিলিয়ে দিয়ে নিজেকে মনে হবে গঙা স্নান সেরেছি মাত্র। পুতঃ পবিত্র এক অনুভূতি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।