ভালবাসা নিম্নগামী উৎসর্গঃ আমার প্রিয়তমা স্ত্রী চিনুকে
যৌবনে লেগেছে আগুন
সংগীত
যৌবনে লেগেছে আগুন
নিভাবো কেমনে
প্রিয়ার খোঁপায় কৃষ্ণ চূড়া
জ্বলে তা দ্বিগুণে।
এই বসন্ত কালে আমি
যাব কোন বাগানে।
কোকিল ডাকে মধুর বোলে
কুহু কুহু সুরে
প্রান সখী বাঁধছে মোরে
প্রেমের বাহু ডোরে।
বাহু ডোরে প্রেমের ঘোরে
ঘুরছি বনে বনে।
এমন বসন্ত কালে আমি
যাব কোন বাগানে।
প্রেমের মরা ডোবে না কেন
সাগরের অতল জলে
কেউ ভাবেনা আসল প্রেমিক
মরেনা কোন কালে।
শাশ্বত প্রেম সত্য সুন্দর
ভাবের চিরন্তনে।
এমন বসন্ত কালে আমি
যাব কোন বাগানে।
কোহিনূরতো বিশ্ব প্রেমিক
মনকে ভালবাসি
পাগলা ভবা দিছে মোরে
হাতে মোহন বাঁশী।
যমুনাতে প্রেমের ধারায়
নামবো রাঁধার সনে।
এমন বসন্ত কালে আমি
যাব কোন বাগানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।