© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
বিশাল একটা ঝামেলা ডেকে আনতে যাচ্ছি। কম্পিউটার বিজ্ঞানের ছাত্র না হয়েও এই বিষয়ে মাষ্টার্স করার পরিকল্পনা করছি। অবশ্য অনেকদিন আগেই এই বিষয়ে পিএইচডি পর্যন্ত যাওয়ার গোলটা সেট করেছিলাম যা এখনো আছে। মাঝখানে সমস্যা হয়ে গেল, অনার্সটা শেষ পর্যন্ত কম্পিউটার বিজ্ঞানে না করে বিজনেস এডমিনিষ্ট্রেশনে করে ফেললাম। তাতে অবশ্য কোন সমস্যা নেই, কারন অবসরে কম্পিউটার বিজ্ঞানের বইগুলোই পড়েছি বেশী।
যাই হোক, আমার জন্য আশার কথা হলো নন-সিএস থেকেও সিএসে মাষ্টার্স করা যায় আমেরিকার ভার্সিটিগুলোতে। এর জন্য শুধু কষ্ট করে সাবজেক্ট জিআরই (CS GRE)-টা করে নিতে হবে। ব্যাপারটা বলতে যতটা সহজ, করতে ততটাই কঠিন। যতদুর জানি, কম্পিউটার সায়েনস থেকে পাশ করা স্টুডেন্টরাই (CS GRE) পাশ করতে পারে না ঠিক মত। সেই হিসেবে আমার জন্য আরো কঠিন হওয়ার কথা।
সাহস করে নেমে যাচ্ছি..... দেখা যাক সৃষ্টিকর্তা কোথায় নিয়ে যায়... ।
আগামী এক বছর টানা স্টাডি করতে হবে.... দিন/রাত 24/7 বলা যায়...। এর ভেতর আমার সফটওয়্যার বিজনেসটাকে একটা ব্যাবস্থা করে ফেলতে হবে... হাতে তিনটি ছোট ছোট ও একটি বড় প্রযেক্ট রয়েছে। সবকিছু ঠিকঠাক ও কিভাবে কি করবো তার পরিকল্পনা করে কাটালাম শেষ কয়েকটা দিন... এখন শুধু চোখ বন্ধ করে কাজ করে যাওয়া ও পড়াশুনা...........
আমার জন্য মিশন ইম্পসিবল মোটামুটি......... ইনশাল্লাহ পসিবল করে ফেলবো... সবাই দোয়া করবেন।
----------------
3:11 AM 3/22/2007 166006
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।