ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
প্রহসনের অন্তরাত্মায়/শেখ জলিল
আপাতত প্রহসনে থাক জীবনের আরেক জটিল
মুখের হা-করা ফাঁকে দ্রোহের তুখোড় ধ্বনি হবে
আমি তা চাই না।
সেও ভালো লোহার খাঁচায়
ইচ্ছের পাখিরা দাপড়াতে থাক!
অনুভূতির পেলব আকাশে যদি না কিছু কালো মেঘ জমে
তবে কিসের গরিমা?
বুকের গভীরে আশার ধ্বনিরা আপাতত গুমরে মরুক
বেজে যাক কষ্টের ক্যাসেট-
আলোহীন আঁধারের গর্ভে
তবেই হবে ধ্রুবতারার বিকাশ।
28.09.84
Sheikh Jalil
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।