আমাদের কথা খুঁজে নিন

   

আড়ালে



সবকিছুতেই অনিচ্ছা বুঝি রাত বাড়লেও নেই ফেরার তাগাদা হাড়-মাংসে জমে শোক,রক্তেরা বিবর্ণ আধো ঘুমে জেগে থাকা । কত আয়োজন কেবল একটি ঘর নিজেকে তো নিজে বোঝার কথা নয় আয়োজন ফুরালে সব এক মাকড় বয়সের বোধে জেগে থাকে সময় । বয়সীরা অপেক্ষায় থাকে যে আমার তাকেই ভাববো প্রতিদিন ভাবি আর ফিরবো না তবু নিজ হাত ধরে ফিরে যাবো । ] কী করে বোঝাবো- নিজের ভেতর হতে নিজেকে বের করা কত কষ্টকর !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।