আমাদের কথা খুঁজে নিন

   

রোদের আড়ালে মেঘ

কবিতা/ গল্প/ উপন্যাস/ প্রবন্ধ/ অন্যান্য

শুভ্র শেঘের ডানায় রোদের ‍ঝিলমিল ঢেউর মতো কাল জ্যোৎস্নাময় ছিলো আমাদের হৃদয় আমরা পরস্পরকে চিনতে চেষ্ঠা করেছি কাশফুলের শৈশব আর কানামাছি- লুকোচুরি বিশ্লেষণের পূ‍র্বে তুমি একবার বলে ছিলে- এখানে নিরাপথ নই আমরা কেউ বন্ধনের প্রতিবন্ধকতায় ঘাতকের বিচরণ সবখানে। তারপর ফের কেটে গেছে অন্ধকা‍র পঁচিশ বছর অজানা রাত্রির ছায়াপথ ও গন্তব্যের খোঁজে দুরত্বের নিকটতম কিছু কিছু স্মৃতিও ভুলে গেছি দু'জন। তমসার আলোয় যাদুকর নতর্কীর মতো পরিজনে ঘেরা নিরাপথ আশ্রয় তোমার, আমার চারপ‍াশে এখনো সেই ঘাতক যারা স্বপ্নলোকে বলে `প্লিজ ডু নট ডিস্টাব মি"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।