আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রকোনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়াকে কেন্দ্র করে গতকাল দুই দল গ্রামবাসীর সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়েছেন। এ সময় নয়াপাড়া গ্রামে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট করে জয়পুর গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার নয়াপাড়া গ্রামে পল্লী বিদ্যুতের নতুন ৫৩টি লাইন সংযোগের জন্য শুক্রবার কর্মকর্তারা ওই গ্রামে যান। জয়পুর গ্রামের ওপর দিয়ে লাইন আনতে হবে বিধায় জয়পুর গ্রামবাসী বাধা দেয়। এ সময় নয়াপাড়া গ্রামবাসী তাদের গ্রামের ওপর দিয়ে জয়পুরবাসীকে যেতে দেবে না বলেও হুঁশিয়ারি করে দেয়। এ নিয়ে দুই গ্রামের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। রাতে পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে আসে।

গতকাল সকাল থেকে জয়পুর গ্রামের ৩ থেকে ৪০০ লোক নয়াপাড়া ব্রিজের ওপর অবস্থান নেয়। এ সময় তারা সংঘবব্ধ হয়ে নয়াপাড়া গ্রামবাসীর ওপর হামলা চালায়। পরে নয়াপাড়া গ্রামের লোকজন তাদের প্রতিরোধ করতে চাইলে দুই গ্রামবাসীর মাধ্যে সংঘর্ষ বাধে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.