আমাদের কথা খুঁজে নিন

   

ঘুষ দাবির মামলা দুই পুলিশের বিরুদ্ধে

ঘুষ দাবির অভিযোগে রাজধানীর ভাটারা থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে মামলাটি করেন দৈনিক পুনরুত্থান পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর মিয়া উজ্জ্বল। মামলায় আসামি করা হয়েছে ভাটারা থানার এসআই মো. ইসরাইল ও এএসআই সজল কান্তি হীরাসহ অজ্ঞাতনামা আরও ছয় পুলিশ সদস্যকে। এ বিষয়ে বাদীর আইনজীবী মাহবুব হাসান রানা সাংবাদিকদের জানান, ঢাকা মহানগর হাকিম মো. তসরুজ্জামান বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে (ডিসি ডিবি) নির্দেশ দিয়েছেন।

মামলায় বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভাটারা থানাধীন নূরেরচালা বাজারে আনোয়ারা ফার্মেসি থেকে ওষুধ কিনে বাসায় ফেরার সময় বাদীকে ডেকে নেন আসামি সজল কান্তি হীরা। পরে বাদীর কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। কিন্তু বাদী ঘুষ দিতে অস্বীকার করলে তার কলার ধরে পুলিশের গাড়িতে তোলা হয় এবং বলা হয় তার নামে থানায় মামলা আছে। এর পর বাদীকে থানায় নিয়ে প্রধান এসআই ইসরাইলের কাছে হস্তান্তর করা হয়। পরে ইসরাইল বাদীকে জানান, ৫০ হাজার টাকা না দিলে বাদীকে বিভিন্ন পেনডিং মামলায় আসামি করা হবে। এ ছাড়া ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। পরে বাদীর লোকজন তাদের ২০ হাজার টাকা দিলে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে থানা থেকে বের করে আনে। ঘটনার পরদিন বাদী ভাটারা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.