১৯৮০ সালে শুরু হওয়া ফেডারেশন কাপ ফুটবলে মোহামেডান ও আবাহনী অনেকবার ফাইনাল বা সেমিফাইনালে মুখোমুখি হয়েছে। কিন্তু একই গ্রুপে থেকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল চূড়ান্ত পর্বে লড়েছে এ নজির খুব কম। ১৯৯৪ সাল ছাড়া তিনবার তারা একই গ্রুপে ছিল। অনেকদিন পর গ্রুপ ম্যাচে তাদেরকে মুখোমুখি হতে দেখা যাবে। এবার মৌসুমের প্রথম ট্রফির এ আসরে মোহামেডান ও আবাহনী চার নম্বর গ্রুপে পড়েছে। তবে অপর প্রতিপক্ষ দুর্বল রহমতগঞ্জ হওয়াতে রবিন লিগ খেলে তাদের বাদ পড়ার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। আগে ফুটবলে টুর্নামেন্ট মানেই দুই দল ফাইনাল বা সেমিফাইনালে দেখা হয়ে যাওয়া। এখন আর সেই অবস্থা নেই ফেডারেশন বা অন্য টুর্নামেন্টে ফাইনাল বা সেমিফাইনালে দেখা যায় না। এবার মৌসুমের প্রথম ট্রফিতেই মোহামেডান আবাহনীর দেখা মিলবে। হয়তোবা একই টুর্নামেন্টে দু'বারই খেলতে পারে। দুই দলের সমর্থকরা এতে খুশি হবেই। কারণ দীর্ঘদিন ধরে লিগ ছাড়া দুই দলের সাক্ষাৎ তেমনভাবে ঘটছে না।
এদিকে ৪ নম্বর ছাড়া বাকি তিন গ্রুপে লটারিতে যারা স্থান পেয়েছেন। সেখানে ফেবারিটদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। গতবারের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ১ নম্বর গ্রুপে আছে। বাকি দুই দল হচ্ছে ফেনী সকার ও উত্তর বারিধারা। চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র, মুক্তিযোদ্ধা কেসি, চট্টগ্রাম আবাহনী ২ নম্বর গ্রুপে। টিম বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন বা পুলিশ ও বিকেএসপির মধ্যে যে কোনো একদল ৩ নম্বর গ্রুপে খেলবে।
এবারে ফেডারেশন কাপে স্পন্সরের দায়িত্ব পেয়েছে ওয়ালটন।
২০ লাখ টাকা পৃষ্ঠপোষক হিসেবে তারা বাফুফের কাছে তুলে দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।