http://www.myspace.com/423882880/music/songs/31785002
বিজয় সরনীর সিগনালে এসে শীতল হয় দিন,
সরকারি আভিজাতিক বাসে চড়ে ঘরে ফিরে
কতোগুলো উৎসুক চোখ, মুখ, নিস্তেজ অস্থিপঞ্জর!
নিয়ন সাইন বিজ্ঞাপন, আর স্ট্রিট ক্যাম্পেইন টিভিতে
আটকে যায় বুভুক্ষুর চোখ, প্রাইভেট কারে ধনিক শ্রেণীর লোক!
নিশিকন্যার দল ঠায় দাঁড়িয়ে সন্ধ্যায়, ফার্মগেট ওভারব্রিজ মাথার ওপর
শতশত নিশিপুত্র চেয়ে দেখে এইসব মানবিক প্রস্তর
ঘরে ঘরে পেঁৗছে যায়, জিডিপি হার বাড়ে
মৈথুন বিলাসে!
অচিন দেশে পেলব দেহী নারী আসে, সাবানের সাথে।
লাস্যময়ীর ভরাট বুক শিল্পকে পুষ্ট করে,
আমাদের দৈন্যতা ধুয়ে-মুছে দেয় তাঁর সাংস্কৃতিক বুদ্্বুদ!
আমরা বেশ মানিয়ে নেই, মানানোই তো কাজ
আমরা, চার সপ্তাহে পুঁজিবাদীর মতো ফর্সা হয়ে উঠি
আমাদের দাঁত স্বগর্ীয় শুভ্রতায় মাখা মাখি, মুখ সুগন্ধির আধার
অর্হনিশ পণ্য হয়ে উঠি, কোটামুক্ত বিশ্বে!
দাম নিয়ে আর মাথা ঘামাইনা,
কারণ আমরা জানি আমরা অনেক দামী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।