আমাদের কথা খুঁজে নিন

   

দামী ইমেইল অ্যাড্রেস

আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব।যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........

কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আমার দুটি ইমেইল অ্যাড্রেসে কিছু ইমেইল আসছে । বলা হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস হাজার হাজার ডলার লটারী জিতেছে (!!)। বিরক্তকর ব্যাপার । এক বড় ভাই কে ব্যাপারটা বল্লাম । তিনি বল্লেন ,শুধু তোমারটাই নয় অনেকেই এমন মেসেজ পাচ্ছে । কি আজব ব্যাপার শুরু হল ইমেইল অ্যাড্রেস কোন কারন ছাড়াই লটারী জিতছে । মানুষ কি এখনো এত বোকা আছে ? যত্তসব ফাজলামো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।