আজ বই মেলায় গিয়েছিলাম। উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে আগামীর স্টলের সামনে এসে দেখি মাসুদা ভাট্টির দুটি উপন্যাস। আজই বেরিয়েছে সম্ভবত। দুটোর একটা হচ্ছে সামহোয়ার র্কতৃপক্ষের মুছে ফেলা উপন্যাস ''তরবারির ছায়াতলে'' আর একটার নাম ''বাংলাস্তান''। দেখে খুব ভালো লাগলো। ''তরবারির ছায়াতলে''টা কিনে ফেলবো কালই। আমার অবশ্য স্ক্যানার নেই। প্রচ্ছদের ছবি দিতে পারবোনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।