বাংলা সাহিত্যের সাবলীল লেখিকাদের মধ্যে মাসুদা ভাট্টি একজন। বইমেলার সূত্রে অনেক দিন ধরেই উনার নাম দেখে আসছি। যদিও সত্যি কথা হল যে উনার লেখা কোন বই আমার নিজের পড়া হয়নি। ব্লগের পৃথিবীতে উনার নিজের লেখা দেখে একি সাথে বেশ খুশি আর অবাক হলাম। কারন এখনো পর্যন্ত আমাদের বেশিরভাগ লেখক লেখিকারাই অনলাইনে নিজেদের উপস্থিতি জানান দিতে তেমন একটা সাবলীল নন।
তবে যে বিষটা অবাক লাগল যে নিয়মিত কয়েক মাস লেখা ছাপানোর পর উনার হটাত অনুপস্থিতি লম্বা সময়ের জন্য। কেউ জানেন কি কেন আমরা উনাকে হারালাম? আমি এই ব্লগে নতুন। তাই পুরোনোদের কাছে জানতে চাইছি।
!@!13508
!@@!336685 !@@!336686 !@@!336687 !@@!336688
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।