সেই মুখ নয়, যার টানে ছুটে ছিল সহস্র তরনী
জ্বলেছিল ইলিসিয়ামের মিনার সুদীর্ঘ চুড়ায় চুড়ায় ।
এই সেই নিয়তি, যার টানে ছুটে আসে সহস্র বেদনার্ত অনুভূতি
ফুটে ওঠে কবিতা পাতায় পাতায় ।
হেলেন, হে মীথরানী আমার,
আমার অন্তরাত্মাকে তুমি মুক্ত করে দাও,
ঐ কৃষ্ণ যূথের কাল থেকে,
আমার কাছের পাশের ঘন কূচঁ যূগলকে করো তুমিময় ।
আমি কাব্যহীন নই, তাই প্যারিস নই,
তাই মেনেলেসের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ আমার নয়
আর কবিতা ছাড়া আমার কোন তরবারীই নেই ।
কিন্তু তাই দিয়েই শুধূ আঘাত হানবো আমি
তোমার প্রতিটি সুখকর মুহূর্তকে,
তারপর তোমার সূখের পাতা ছিঁড়ে ফিরে যাব তাঁর কাছে,
দেব মুক্ত হিয়ার চুম্বন ।
(মুগ্দা পাড়া, ঢাকা 19 শে জুলাই 1991)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।