আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটল ফর সেক্স: হায়েনা



হায়েনা: পড়ন্ত বিকেলে পেট পুরে খেয়ে বিশ্রাম করছে একদল হায়েনা। দলের রাজার শরীর টেস্টোস্টরনে ভরপুর, এর শিশ্ন খুব নীচে ঝুলে আছে। একটি হল কক শো কিলার প্রাণী। কিন্তু এই ভালভাবে ঝোলানো পিনাসের অধিকারীর একটি গোপন ব্যপার আছে। সে হচ্ছে একটা ফিমেল, আর সে হচ্ছে দলের রাণী।

তার বিশাল লিঙ্গ যেটি অনেক পুরুষ অধিকারী হতে চাইবে, সেটি হচ্ছে তার ক্লিটরাস। একটু ভালভাবে দেখলে বুঝা যাবে, দলে কোন পুরুষ সদস্য নাই। এই দল হচ্ছ একটা ভয়ংকর বোনের দল। এই ফিমেল গুলো পৃথীবির সবচেয় মাসকুলিনদের অন্যতম। একে অপরের ক্লিটরাস শুকে এরা এদের বন্ধন গাঢ় করে।

ফিটাস লেভেলে এরা বেশী মাত্রায় টেস্টোস্টরনের সংস্পর্শে আসে তাই ক্লিটরাসের এই বিশাল আকার। এগুলো ইরেকশান করার সামর্থ্যও রাখে। কনফিউশান বাড়ানোর জন্য এদের অন্ডকোষের মত শুধু ফ্যাট ও টিস্যুর সমন্বয়ে একটি বলের মত ঝুলানো অঙ্গ থাকে। এটি থাকে লোমশ। কোন বাহিরের ভ্যাজাইনা ছাড়াই এরা প্রশ্রাব, মিলিত ও বাচ্চা দেয় দুই অঙ্গের মাঝখানে থাকা ক্যানেল দিয়ে।

পুরুয় হায়েনার দূরে ভীত হয়ে মান্য করে চলে মহিলাদের। মহিলারা পুরুষদের ডমিনেট করে প্রায় সব ক্ষেত্রেই। এমনকি শিকার করার ক্ষেত্রেও, ফিমেল শিকার করার সময় নেতৃত্ব দেয়, শিকার করার পর মহিলারা আগে খায়, পুরুষ রা পরে খাবার খেতে অনেক হেস্তা হতে হয়। এটা খুবই স্বাভাবিক যে সেক্সের বেলাও পুরুষরা খুবই সাবধানতা অবলম্বন করে। ভীত ভাবে তারা মহিলার সামনে যেয়ে মাটিতে পা খুরে তাদের অধীনতা স্বীকার করে।

একটু দাত দেখালেই পুরুষরা পালায়, যদি রেসপন্স ভাল পায় তবে পুরুষটি কাছে আসার সাহস করে এবং শুকে দেখে ফিমেলটি সিজনে আছে কিনা। (সিজন মানে হল ডিম্বানু আছে কিনা তা তাদের মূত্র শুকে দেখা। ) একে অপরের প্রাইভেট পার্টস ভালভাবে পরীক্ষা করে। যদি পুরুষটি সব পরীক্ষা পাশ করে তবে আসে মিলনের কঠিন পরীক্ষা, দুই পিনাসের যুদ্ধ। মিলনের জায়গা খুজে বের করা সহজ নয়।

এটা হল ট্রায়াল এন্ড এরর প্রসেস, অনেক শেষে পুরুষ টি মিলিত হয়ে ইজাকুলেট করেই পালায়। সেক্সের মত প্রসবও তাদের জটিল। এটি রীতিমত অভিসাপ, প্রায়ই ক্লিটরাস ছিড়ে যায় এবং কয়েক সাপ্তাহ লেগে যায় সারতে। দূর্ভাগ্য রা মারা যায়, ২০ শতাংশ হায়েনা মায়েরা বাচ্চা দেখার আগেই মারা যায়। কেন এরকম হয়েছে বিজ্ঞানীরা নিশ্চিন্ত নয়।

অনেকে বলেছেন, ধর্ষন থেকে রক্ষা, মিমিক বা পুরুষ হায়েনাদের ফ্যান্টাসি বন্ধকরার জন্য, তবে তা নিশ্চিত নয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.