আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটল অব ওয়াটারলু

নিজের জন্য সব গ্লাণী, সবার জন্য ভালোবাসা। ব্যাটল অব ওয়াটারলু ঐতিহাসিক ওয়াটারলু'র যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালের ১৮ জুন ওয়াটারলুতে (বর্তমান বেলজিয়াম)। এ যুদ্ধের মধ্য দিয়ে ফরাসি সম্রাট নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে। ডিউক অব ওয়েলিংটনের নেতৃত্বে সম্মিলিত বাহিনীর (ঝবাবহঃয ঈড়ধষরঃরড়হ) কাছে পরাজয়ের মধ্য দিয়ে ফরাসি সম্রাট হিসেবে নেপোলিয়নের শাসনের অবসান ঘটে। ফ্রান্সে সম্মিলিত আক্রমণের আগে এই প্রচেষ্টাকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন নেপোলিয়ন, কিন্তু তিনি ব্যর্থ হন।

যুদ্ধের ময়দান শুকানোর জন্য নেপোলিয়ন একটু দেরি করে ফেলেন। এই দেরির খেসারত নেপোলিয়নকে দিতে হয়েছিল। এ সময় ওয়েলিংটনের সেনারা ব্রাসেলসের রাস্তার পাশে মুহুর্মুহু ফরাসি আক্রমণ প্রতিরোধ করছিলেন। সন্ধ্যার দিকে গেভার্ড ফন ব্লুচারের নেতৃত্বে প্রুশীয় বাহিনী নেপোলিয়নের সেনাবাহিনীর ডান ব্যূহ ভাঙতে সক্ষম হয়। সেই সঙ্গে ওয়েলিংটনের বাহিনীর যুগপত্ আক্রমণে ফরাসি বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে।

সম্মিলিত বাহিনী ফ্রান্সে প্রবেশ করে রাজা অষ্টাদশ লুইকে সিংহাসনে নেপোলিয়নের স্থলাভিষিক্ত করে এবং নেপোলিয়নকে সেইন্ট হেলেনায় নির্বাসিত করে। এই যুদ্ধে নেপোলিয়নের সৈন্য সংখ্যা ছিল ৬৯ হাজার এবং ওয়েলিংটনের সৈন্য ছিল ৬৭ হাজার। ডিউক অব ওয়েলিংটন পড়াশোনা করেছিলেন বিখ্যাত ইটন স্কুলে। ওয়াটারলু যুদ্ধকে তাই রূপকার্থে বলা হয় ‘দ্য ব্যাটল অব ওয়াটারলু ওয়াজ ফট ইন ইটন। ’ অর্থাত্ এই যুদ্ধে নেপোলিয়ন আসলে ইটনের খেলার মাঠে হেরে গেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.