আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নে মাছেদের আনাগোনা

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

আমি মাছ ধরতে খুব পছন্দ করি নদী-নালা খাল-বিলের দেশের ছেলে মাছ ধরিতে পছন্দ করি সমুদ্রের পাশে থাকি সমুদ্রের মাছ আমার বেজায় পছন্দ প্রতিরাতে স্বপ্নে দেখি আমার নাও ভর্তি মাছ গলুইয়ের বসে রোদপোহায় মৎসকন্যা মার্লিন থেকে স্যামন ইলিশ এবং পাঙ্গাস পুঁটি কিম্বা খলসে সবাই আমার নাও য়ে নূহ নবীর নাওয়ের মত পোয়াতী আমার নাও পেট ভরা তার মাছে গুণ টানি আমি সেই নাওয়ের হাজার নদীর ধারে।। একদিন মৎসকন্যা শুধায় " ও মাঝি, তোমার ডর লাগে না, নাও লইয়া সমুদ্রে নামতে। হাত নাই, পাও নাই শুধু বুক পাইতা দে এই নাও সমুদ্রের বুকে। " ধরফর কইরা ঘুম ভাঙ্গে, দেখি পাড়ে পইরা আছি সারা গায়ে লবণ, আর মাথার মধ্যে কিলবিল করে নাম না জানা সব মাছের দল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।