আমাদের কথা খুঁজে নিন

   

আসামে ভারত-বাংলাদেশ সীমান্তে কারফিউয়ের সময় বৃদ্ধি

আসামের কাছাড় জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে রাত্রিকালীন কারফিউয়ের সময় আরো দুই মাস বাড়ানো হয়েছে। বুধবার রাত থেকে এ সময়সীমা বাড়ানো হয়। এ অঞ্চলে কারফিউ জারি করা হয় অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে।

টাইমস অব ইন্ডিয়া ও আসামের পত্রিকা যুগশঙ্খ ভারতের গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে  জানায়, এ সীমান্ত এলাকা দিয়ে জঙ্গি ও দুর্বৃত্তরা জেলেদের ছদ্মবেশ নিয়ে অনুপ্রবেশ করে। রাতের বেলা নৌকায় করে তারা সীমান্ত পার হয়।

ওই সময় অন্ধকারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরাও ঠিকমতো নজদারি করতে পারে না।

১৪৪ ধারার নিষেধাজ্ঞা অনুযায়ী, এ সীমান্তের এক কিলোমিটার ঘেঁষে আগামী দুই মাস কেউ রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যাতায়াত করতে পারবে না। এমনকি ওই সময়ে জেলেরা কাটিগোড়া ব্লক ঘেঁষে সুরমা নদীতে মাছও ধরতে পারবেন না।

নিষেধাজ্ঞার এ সময়ে আন্তর্জাতিক সীমানা ঘেঁষে পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো শস্য কিংবা চাল, চিনি, কেরোসিন অথবা অন্য কোনো পণ্যবাহী রিকশা বা ভ্যানও চলাচল করতে পারবে না।

গত কয়েক বছর ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে করিমগঞ্জ জেলার ৯২ কিলোমিটার বরাবর রাত্রিকালীন কারফিউ বজায় রয়েছে।

তা সীমান্ত পরিস্থিতির ওপর নির্ভর করে পর্যায়ক্রমে বাড়ানো হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.