একটি মার্কিন ওয়েব সাইটে শিরোনামে লেখা হয়েছে, `এই সপ্তাহে শুরু হচ্ছে ভারতের আসামে ধর্ষণ উৎসব`। গত ০৩ নভেম্বর ন্যাশানাল রিপোর্ট ডটনেটে প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হয়।
প্রতিবেদনে লেখা হয়েছে, যিশুখ্রিস্টের জন্মের ৪৩ বছর আগে আসামে উৎসবটি শুরু হয়। যেখানে অশুভ দৈত্য হিসাবে মেয়েদের ধর্ষণ করে হিন্দু পুরুষরা। এরই মধ্যে ফেসবুকে খবরটি শেয়ার হয়েছে ২ লক্ষ ১২ হাজার।
এই রেপ ফেস্টিভলের খবরটি ১ হাজার ৮০০ জন নিজেদের টুইটার পেজেও শেয়ার করেছেন।
মার্কিন ওয়েব সাইট তুলে ধরা হয়েছে, আসামের ২৪ বছরের হরিকৃষ্ণর কথা। হরিকৃষ্ণর সাংবাদিকদের জানিয়েছে, আমি প্রতি বছর ধর্ষণ উৎসবে যাই। আমি প্রতিদিন আমার বোন ও তার বান্ধবীদের ধর্ষণ করি। প্রথা অনুযায়ী অনুষ্ঠানে অংশ নিয়ে বালকৃষ্ণণ পুরস্কার জিতে `রেপ সুপারস্টার` হওয়ার দাবি করেছেন ২৪ বছরের ছেলেটি।
শুধু তাই নয়, প্রতিবেদনটিতে দেশ বিদেশের মানুষকে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আমন্ত্রণও জানানো হয়। দেয়া হয় আসাম ধর্ষণ উৎসবে নাম লেখানোর ২৪ ঘণ্টা হটলাইন নম্বর। আর এই খবর জানাজানি হতেই, সক্রিয় হয়েছে আসাম রাজ্য পুলিশ। এই প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি।
অসম সিআইডির অ্যাডিশানাল পুলিশ সুপার বলেন, উগান্ডার থেকে খবরটি সূত্র পাওয়া যায়।
আমেরিকার হোস্টনে সংবাদ মাধ্যমটির অফিস বলেও জানায় পুলিশ।
সূত্র- বাংলামেইলhttp://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDEzXzExXzA4LTcyLTYxNDA1
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।