আসামে বন্দুকধারীদের গুলিতে ৭জন নিহত হয়েছে। আসামের গোয়ালপাড়া জেলায় এ ঘটনা ঘটে। এসময় হামলায় গুরুতর আহত হয়েছে আরো ৯ জন। ঘটনার পর ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে এবং মেঘালয় সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।
আসামের 'গারো ন্যাশনাল লিবারেশন আর্মি' নামক একটি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন এ হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, রোববার স্থানীয় সময় রাত আটটার দিকে প্রতিবেশী রাজ্য মেঘালয়ের সন্দেহভাজন বন্দুকধারীরা ওই হামলা চালায়। তারা গোয়ালপাড়া জেলার প্রত্যন্ত গেন্দাবাড়ি গ্রামে ওই হামলা চালায়। আট হামলাকারী গ্রামের এক চায়ের দোকানের বাইরে বসে থাকা জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। দেওয়ালি উপলক্ষে দোকানের বাইরে বসে গ্রামবাসী জুয়া খেলছিল বলে জানা যায়।
আসামে গত কয়েক সপ্তাহ ধরে রাবহা ও গারো উপজাতিদের মধ্যে চলা সংঘর্ষের জের ধরে এ হামলা হয় বলে পুলিশ ধারণা করছে।
আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই রাবহা গোত্রের বলে পুলিশ জানিয়েছে। হামলাকারীরা সবাই স্বয়ক্রিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।