আমাদের কথা খুঁজে নিন

   

আসামে বাস দুর্ঘটনায় নিহত ২৮

আসামের বরপেটা জেলার ৩৫ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী দুটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক সড়ক দুর্ঘটনায়  ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন শিশু। আহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে জাতীয় সড়ক দিয়ে বাস দুইটি যাওয়ার সময়টই উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রথম বাসটির সংর্ঘষ হয়। পশ্চিমবঙ্গ থেকে আসামের দিকে আসা ট্রাকটি এরপর দ্বিতীয় বাসটিকে সজোরে ধাক্কা মারে। এরপরই বাস দুইটি উল্টে যায়। ঘটনাস্থলেই ১৩ জন শিশুসহ ২৮ জন যাত্রী মারা যান।

আহতদের বড়পেতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত যাত্রীদের বেশিরভাগই আসামের ধুবড়ি জেলার খোলখলির বাসিন্দা। তারা একটি ভাটায় শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন। ট্রাকের চালক পলাতক বলে জানা গেছে।  



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.