আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি ঠিক কতটা প্রয়োজনীয়- সবার সুচিন্তিত মতামত আশা করছি

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!! ছাত্র রাজনীতি- ৪৭, ৫২, ৬৯, ৭১, ৯০ এর পটভুমিতে যার ভুমিকা ছিলো মুক্তির মন্ত্রনার দাতা হিসেবে, তার আজ সম্পুর্ণ বিপরীত রুপ। আমার মতে বর্তমান পেক্ষাপটে বাংলাদেশে ছাত্র রাজনীতি বিষ ফোড়া হিসেবেই সবার কাছে একটা অপ্রত্যাশিত বিষয় হয়ে দাড়াচ্ছে। আধিপত্য বিস্তার, টেন্ডার বাজী আর নেতাদের জন্য গুন্ডামি ছাড়া এর কোন সুস্থ কার্যক্রম আর চোখে পড়ার মতো নয়। ছাত্র রাজনীতির বর্তমান হীন অবস্থা যেমন একদিনে তৈরী হয়নি, তেমনি এর শুদ্ধিকরন ও একদিনে এমন কি বর্তমান ছাত্র রাজনীতির সাথে জড়িত নেতাদের দিয়ে সম্ভব বলে মনে হয়না। ছাত্র রাজনীতিতে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সর্বপরি একটা এর আমুল পরিবর্তন চাইলে দরকার সেফমুড অন (কম্পিউটারের ভাষায়) করে পরিচ্ছন্নতা অভিযান।

আর এক্ষেত্রে সরকারের সাথে যদি বিরোধীদল গুলো সহায়তা না করে তবে কিছুতেই সম্ভব্বলে মনে হচ্ছে না। তাই সাময়িক ভাবে ছাত্র রাজনীতি বন্ধের জন্য দ্রুত ব্যাবস্থা নেয়া উচিত। কিন্তু আমার মনে হয় কোন সরকার একা এমন স্বীদ্ধান্ত নেয়ার সাহস করবে না যদি বিরোধীপক্ষরা এগিয়ে না আসে। কারন ছাত্র রাজনীতি বন্ধ করতে চাইলে আর এক দল এই সুযোগে ছাত্র রাজনীতির সুফল ভোগীদের সমর্থন টুকু লুফে নিতে ছাত্র রাজনীতির পক্ষেই দাঁড়াবে। কিন্তু তাহলেতো এই কলুষিত রাজনীতির ধারা অব্যাহত থেকেই যাবে !! ছাত্ররা পড়াশুনা করবে, সাথে সমাজ উন্নয়নমুলক কাজে অংশ নিতে পারে, কিন্তু এর জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠানের নামে সংগঠন করলেই পারে।

এ ব্যাপারে কে কে একমত, দয়া করে পরামর্শ দিয়ে যাবেন কি ? এ ব্যাপারে জনমত গঠন কি সম্ভব না আমাদের পক্ষে আপডেট - আমি সবার সুচিন্তিত মতামত চাচ্ছি। চেষ্টা করবো মতামত পাওয়ার পর সামারাইজ করতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.