জলিল মামু আমি রাজাকার কারে কমু ? আপনে কইয়া দিলে আমগো একটু সুবিধা অইত। আপনে রাজাকার-মুক্তিযোদ্ধা মিশায়া যে জগা-খিচুরী পাকাইছেন- তার টেস্ট কেমন আপনেই ভাল বলতে পারবেন। আমগো কাছে আপনের খিচুরী বড়ই বিষাক্ত মনে অইছে। আপনে ওই বিষাক্ত খিচুরী লইয়া কেন এনভাবে মাইতা উডলেন, আমার বোধগম্য হচ্ছে না।
তয় একডা পরামর্শ দিই- ওই খিচুরী যদি আপনার এতই ভা েলা লাগে আপনে কোমর বাইন্ধা প্যাট উঁচু কইরা খান।
এর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী লোকদের টাইনবেন না কইলাম। কারণ আর কারো লজ্জা না থাকতে পারে আমাগো লজ্জা আছে। শেষ একডা প্রশ্ন করি- গত কয়েকদিন ধইরা ভাবতাছি আমরা যে এতদিন ধইরা একটা দলরে রাজাকার কইতাম সেডা কি আর কওয়ার অধিকার আমগো আছে? আপনেই বা রাজাকার কইবেন কারে । আপনের তো রাজাকার বলা বন্ধ হইয়া গেল। সত্যিই আপনে রাজাকার রাজাকার বলে জনসভায় আর মুখে ফেনা তুলতে পারবেন না বলে আমারও খুব কষ্ট লাগতাছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।