আমাদের কথা খুঁজে নিন

   

লোকজ গীত-3

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

ঘাটু গান ১. আঁখি যারে ভালোবাসে সে বিনে কেমনে রই সে বিনে কেমনে রইগো সে বিনে কেমনে রই ভালোবাসার দুটি আঁখি সদয়ে হৃদয়ে গো রাখি আমি তোমার দাসের দাসী তোমায় বিনে কেমনে রই সে বিনে কেমনে রইগো সে বিনে কেমনে রই।। ২. কেনে আইলাম যমুনার জলে শামের দেখা পাইলাম না শামের দেখা পাইলাম নাগো প্রাণ সাথী হইলো না কেনে...... নিত্যি নতুন বাজায় বাঁশি আজ কেনে রব শুনি না কেনে...... তুমি হের চিকন কালা বাঁশিটি বাজাও ভালা বাঁশির সুরে মন উদাসী গৃহে রইতে পারলাম না কেনে...... কাঙ্খের কলসি কাঙ্খে রইলো জল ভরা আমার হইলো না কেনে...... শামের দেখা পাইলাম নাগো প্রাণ সাথী হইলো না কেনে......।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।