ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
১.
গুগুড়া ঝনঝন
জামাই আইছে তিনজন
খাওগা জামাই বেডাহান
বেডা গেছে দুলহান
সুন্দন্নীরে করাও ছান
সুন্দন্নী অইছে কাইক্কা
তেল দেয় বাইক্কা
আডের লোক পাগল অইছে
সুন্দন্নীরে দেইক্কা।
২.
আল্লাহুম্মা জিলিঙ্গা
রাইত পোয়াইতে যায়ামগা
মাগর মাছ দা খায়ামগা
মাগর মাছের দাড়ি লাম্বা।
আমরা দুইজন মিস্তিরি
টিনের ঘরে কাজ করি
বিলাইর পুটকি সিলাই করি
দাদার পুটকিত খুট মারি।
৩.
ইছুন বিছুন
দরগার বিচুন
উঠ উঠ বউগো
মোমের ছাতি ধরগো
মোমের ছাতি উগুরা
ফাল দিয়ে ধরে ডুগুরা
এল হাত বেল হাত
তুইল্লা হালাও সোনার হাত।
এরি গুড ভেরি গুড
ফুয়া রুটি বিস্কুট।
সৌজন্যে: হযরত আলী দেবল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।