আমাদের কথা খুঁজে নিন

   

লোকজ ছড়া-1

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

ছড়া সাহিত্যের প্রাচীনতম মাধ্যম। এখনো মায়েরা ছড়া কেটে শিশুদের ঘুম পাড়ায়। ছেলেমেয়েরা খেলার সময় ছড়া কাটে। জ্যোছনা রাতে বাড়ি বাড়ি ছড়ার আসর বসে। লোকমুখে প্রচলিত ছড়াগুলোর রচয়িতা না পাওয়া গেলেও বেশ জনপ্রিয় কিছু ছড়া আঞ্চলিক ভেদে প্রচলিত রয়েছে এখনও। সাহিত্যের ক্রমবিকাশের সাথে সাথে এ লোকজ ছড়াগুলোও আসন করে নিয়েছে প্রত্যন্ত জনপদে মানুষের মনে। আজ একটি ছড়া পোস্ট করলাম- যা ছোটোকালে মুখে মুখে শুনেছি, নিজেও আবৃত্তি করেছি। ওয়ান টু থ্রি পাইলাম একটা বিড়ি বিড়িত নাই আগুন পাইলাম একটা বাগুন বাগুনে নাই বিচি পাইলাম একটা কেঁচি কেঁচিত নাই ধার পাইলাম একটা হার হারের নাই লকেট পাইলাম একটা পকেট পকেটে নাই টাকা কেমনে যামু ঢাকা ঢাকায় নাই গাড়ি ফিরা আইলাম বাড়ি বাড়িতে নাই ভাত পুটকী শুকাইয়া থাক পুটকীর মধ্যে ঘাঁও ডাক্তারখানা যাও ডাক্তারখানা বন্ধ পুটকী ধইরা কান্দ। [তথ্যসূত্র: প্রসুন(৮) সৌজন্য: হযরত আলী দেবল]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।