আমাদের কথা খুঁজে নিন

   

লোকজ গীত-1

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

সেই আদিকাল থেকেই বিয়ের আসরে বিয়ের গীতের প্রচলন। সাধারণত প্রবীণরা এসব গান গেয়ে থাকেন এবং নবীনরা সাথে তাল মিলান ও মুখস্থ করেন। নবীন-প্রবীণের এক অপূর্ব মিলন ঘটে বিয়ের গানের আসরে। অঞ্চলভেদে বিয়ের গীতও ভিন্ন ভিন্ন। আঞ্চলিক সুরেই এসব গান গীত হয়।

সামহোয়্যারইনব্লগের সুলেখক গদ্যকার শুভ বেশ কিছুদিন ধরে আমার ব্লগের লোকজ পর্বটি চালু করতে বলছেন। তাঁরই আহবানে এবারকার পর্ব লোকজ গীত। এ পর্বে দু'টি বিয়ের গীত পোস্ট দিলাম। বিয়ের গীত ১. আগা নাওয়ে ঝামুর ঝুমুর পিছা নাওয়ে শোভা মধ্যি নাওয়ে কইন্যার মায়গো ঝারিয়া বান্ধুইন খোঁপা। চান্দে সূর্যের তেজে জবা ফুল ফুইটাছে জবা ফুলের তালে তালে কইন্যার মায়ে নাচে এরে দেইক্যা গাবরুর বাপে আসে মনে মনে কেন্দুয়া থানার ভাবছাবগো আইছে এতোদিনে।

আগা নাওয়ে ঝামুর ঝুমুর পিছা নাওয়ে শোভা মধ্যি নাওয়ে কইন্যার মায়গো ঝারিয়া বান্ধুইন খোঁপা। চান্দে সূর্যের তেজে কুসুম ফুল ফুইটাছে জবা ফুলের তালে তালে কইন্যার চাচীয়ে নাচে এরে দেইক্যা কইন্যার চাচায় আসে মনে মনে কেন্দুয়া থানার ভাবছাবগো আইছে এতোদিনে। ২. দেখ বাইর অইয়া দেখ বাইর অইয়া জামাইর বাপ যে বইয়া রইছে কুত্তাডা না অইয়া কুত্তাডা না অইয়া দরগায় দরগায় বইয়া ওড়াওড়ি করতা আছে খাসির ঠেংডি পাইয়া। দেখ বাইর অইয়া দেখ বাইর অইয়া জামাইর চাচা বইয়া রইছে হুহিন ডা না অইয়া হুহিন ডা না অইয়া ডালে ডালে বইয়া পাচরা পাচরি করতা আছে মরা গরু লইয়া। দেখ বাইর অইয়া দেখ বাইর অইয়া জামাইর মামু বইয়া রইছে হুতুম ডা না অইয়া হুতুম ডা না অইয়া চালে চালে বইয়া দুই গাল পুলাইয়া রাখছে মরা উন্দুর পাইয়া।

সৌজন্য: হযরত আলী দেবল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।