ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
লোকজ ছড়ার ধাঁধাগুলোর ভাষাও বেশ আদি রসযুক্ত। পড়তে গেলে বেশ মজাও হয়। কিন্তু যখন ধাঁধার উত্তর বলে দেয়া হয় তখন মনে হয়- এতো সহজ সরল উত্তর! এটাই মনে হয় প্রচলিত গ্রাম্য ছড়ায় ধাঁধার আসল উপজীব্য।
১.ত্যাড় ত্যাড়া ন্যাড় ব্যাড়া
ছ্যাপ দিয়া খাড়া করা
চেংড়ার একবার
বুইড়ার বারবার
উত্তর:......সুঁইয়ের সূতা
২.চারদিকে বাল
মাঝখানে খাল
খালের ভিতরে লাল।
স্বামী আছে যতোদিন
দিতে হবে ততোদিন।
উত্তর:......সিঁথির সিঁদুর
৩.
লাফ দিয়া চড়ে
দুই হাতে ধরে
চিবি দিয়া করে।
উত্তর:......সাইকেল
৪.
চিৎ কইরা ফালাইয়া
মধ্যখানে দিয়া
উপুর কইরা করে
এমন করাই করে
গয়না শুইদ্ধা নড়ে।
উত্তর:......শিল-পাটায় মসল্লা পেষা
[সৌজন্যে: হযরত আলী দেবল]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।