সুন্দর-অসুন্দর সময়
দুঃখের লোহিত উপকূলে চিরন্তন আবাস আমার
ধবল উষ্ণতায় আল্পসের গভীরে হারালেও
শেষমেষ ফিরতে হয় লালচে বালুকাবেলায়
বিকালী ঢেউয়ের ঘায়ে একাকি ভাসতে হয় ছোট্ট ডিঙায়
একাকিই হাঁটতে হয় নরম মেঠোপথে
অন্ধ তিমিরের নিরুদ্দেশ পথে
অন্ধকারে কিসের গন্ধ,
কিসের ভেজা নুন সাঁতরে বেড়ায়
শরীরের গলিতে শিরায়
বুঝতে দাও আমায় আবার
বিমর্ষ কুহক বুকের গভীরে পুষে
মেঘের সাঁতার কেন বারবার ফিরে আসে
আমার ছোট্ট আকাশটায়
কেন আলোগুলো আগুনপতঙ্গ হয়ে
ঝাঁপ দেয় কালের কৃষ্ণগুহায়
কেন স্বপ্নেরা নিঃশব্দে গলে পড়ে
ঘুমের দেশে, অসীম গোপনীয়তায়
নিরুদ্দেশ গলিপথের মন্থর একাকি পথিক
পিকাসোর জটিল ফ্রেমের পর্দা ফুঁড়ে
একাকিই ছুটতে হবে তোমাকে আবার
ধুম্রবাষ্পে একাকি হারিয়ে খুঁজতে হবে
অরভিলের বাদামী ডানা
যুদ্ধংদেহী ভূগোলের বিষণ্ন প্রান্ত হাতড়ে
একাকিই খুঁজতে হবে
আরাধ্য সেই টুকরো বিছানা..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।