বিস্ময় মুছে দিও না...
প্রাচীন সূর্য আলো ছড়াচ্ছে আবহমান-
দিন রাত্রির ধ্বজ্জাধারী আমরা দেখি
মিথ্যে আলো মিথ্যে সবই
মিথ্যে অসুখ তোমার-আমার
যে ভ্রমে জীবন চলে সীমাবদ্ধ
ব্যাথা বাড়ে হৃদয় জ্বলে প্রতিনিয়ত-
নিয়তীহীন যে মানুষ তারা গোনে
হিসেব কষে ঘাত-প্রতিঘাত
নভোমণ্ডল হাতের মুঠোয়
নিয়ে চলে মরণ ঘরে
তার জন্য ব্যাথা কোথায়
কোথায় সুখের আবাস সন্ধ্যা?
কতো চমক তোমার-আমার মায়াবিনী,
গোধূলির রঙ চাতুরী, তারার মালা
কীটের পাখায় আদর মাখা,
নারীর শোভা চাঁদের মুখে।
কেমন করে বলবো তবে
এ-সব ভাবনা মিথ্যে কুহক
মিথ্যে প্রিয়ার হাসির বিকেল
যেই হাত পরশ মেখে কষ্ট ভুলায়
নাকচ করে ঝরে যাবার সম্ভাবনা!
যতোই জানি নষ্ট হবে কষ্টরাশি
লোপাট হবে দৃষ্টি চমক অন্ধকারে
মাটির সাথে ঐক্যতানে শেষ বাসর-
কে হারাবে যে হারাবে অমূল্য ধন
আমি হলাম আমি হারা
না হয় হলাম অমোঘ শূন্য
কী লাভ হলো কালকেউটের বিনাশ লাভে?
আমি যদি আমায় চিনি
চাইবো কেনো কাকরকণার সূত্র মেনে
যৌবন হারা বৃদ্ধ ঈশ্বর?
সূর্য যতোই ফুরিয়ে যাক
তাকেই মানি আলোর দেব চন্দ্রনাথ
পৃথিবীর অসারতায় মন না ঢেলে
ভ্রষ্টচারী স্বপ্ন ধোঁয়ায় কষ্ট জানি
প্রাণ মূল্যে কষ্ট কিনি একটি বাক্য অনুসন্ধানে-
কষ্ট ঘুচায় খুব যতনে প্রিয়ার আঁচল সুগন্ধি ফুল।
১২/০৩/১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।