CONNECTION FAILED
**
কাঁচা রোদে কুচি কুচি বৃষ্টির সাথে বাতাসের ঝোল!
**
চোখের কোনে জোনাকি পুষে রাখি, আর গাল বেয়ে গড়িয়ে পরে চিকচিকে জোছনা। নাকের ভেতর ঘন জঙ্গল, কানে তাই বাদুড় ঝোলে উল্টো হয়ে!
**
তোর জন্য জমানো আমার চোখে এক পৃথিবী জল
অজস্র কষ্টে বাঁধ ভাঙা সে ঝর্ণা একবার দেখবি চল!
**
যেদিন বন্ধ হয়েছিলো বিপ্লবী গান
নির্ঘুম চোখের আকাশজুড়ে বিভ্রম
গাংচিলের ডানায় দুখের মাতম
নীল সাগরে ডুবে গেলো সূর্যসন্তান!
**
রাতের শহুরে রাস্তায় খোলামেলা এদিক সেদিক ঘুরে বেড়ায় গেরিলা প্রেমিকারা। তারা ধরা খায় প্রেমিকের পুঁতে রাখা মাইনে!
**
পাস্তুরিত বিকেল ফুরিয়ে
শঙ্খচিলের ডানায় আঁধার জড়িয়ে
গোধুলীর লাল শাড়িতে
তোমার শরীরে নামে সাঁঝের পর্দা!
**
জানালার কপাট খুললেই চাঁদ
তবু হাতের মুঠো খুলে দেখো শূন্যতা
তোমার চোখে ঘুম এলেই স্বপ্ন
তাতে বাস্তবতার লাল নীল জলের কোলাহল
আমার এ রাতের পৃথিবীতে
ঘুম নেই চাঁদ নেই থাকে শুধু বিষের কালো জল!
**
আমার এমন রোদ্দুর পোড়া দিনে
কোথায় তুমি কেমন করে থাকো,
কোন সে দূরে নতুন রঙে
নতুন রকম অন্য ছবি আঁকো?
তুমি কোন দুপুরে কত দূরে জেগে আছো?
দেখা হয়নি যে কতদিন তার কি আর হিসাব রাখো?
কেন করি ভাঙচুড় এই বিভোর দুপুর!
আজকের বিকাল কালকের সকাল মিলে
যদি সৃষ্টি হয় কোনও স্বপ্ন নুপূর?
তবুও ভাঙি করি ভাঙচুড়!
আমি জানিনা কিছুই জানিনা।
জানে সব স্বপ্ন নুপূর।
তুমি কোন দুপুরে কত দূরে জেগে আছো?
দেখা হয়নি যে কতদিন তার কি আর হিসাব রাখো?
**
বারান্দায় গ্রীল ধরে দাঁড়িয়ে সূর্যোদয় পর্যন্ত যাদের সাথে মুঠোফোনে কথা বলতাম তারা এখন অন্য জানালায় গ্রীল ধরে অন্যকারো সাথে! শুধু আমি বদলে গেছি, সেই কবে একজনের জানালায় বাঁধা পড়েছিলাম আর কোনদিন মুক্তি পাইনি, তবে আমার জানালায় আর কোন সূর্যোদয় হয়নি, চাঁদের রোদে জোনাকি এসে চোখের কোনে লুকিয়ে যায়...
**
আমার বুকের খুব গভীরে তোমাকে লুকিয়ে রেখেছি, চলে যাবে? কতদূরে যাবে? যাও, অনেক দূরে যাও, পৃথিবীর শেষ সীমানায় গিয়ে আমাকে ভুলে সুখী হও!
অন্য কারো হাত ধরে হাঁটবে? হাঁটতে পারো তুমি কিন্তু সে কি তোমাকে শেখাবে হাত এভাবে নয় এইভাবে ধরতে হয়! শেখাবে? হাত কিভাবে ধরতে হয় মনে আছে তোমার? একটা আঙুল আরেকটা আঙুলে পেঁচিয়ে ধরতে হয় তাহলে সে বন্ধন কখনো ছিঁড়ে যায় না!
অন্য কারো বুকের লোমগুলো একটা একটা করে গুণবে? সে লোমের সংখ্যা কি আমার থেকে বেশী হবে? কিংবা তার কোনায় কোনায় ঘাম জড়িত লুকানো ভালোবাসা খুঁজে পাবে তুমি?
কখনো কারো চুল টেনে যদি বলে ফেলো, "চুলের কি অবস্থা! শ্যাম্পু দাও না কতোদিন তুমি? চুল কেমন আঠা আঠা হয়ে গেছে!" তখন কি গলা একটুও কেঁপে উঠবে না তোমার?
জোছনা গলিয়ে পরা বিছানায় তোমার ভেতর ডুবে যাওয়ার স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেলো, এখন জোনাক জ্বলা আঁধারে শিকড় গজিয়ে গেছে আমার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।