আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতù

কুমিল্লায় চালককে হত্যা করে সিএনজি অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া সিরাজগঞ্জ, ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের ফজর আলীর ছেলে আবদুল আলীম মঙ্গলবার রাত ৯টায় কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে যাত্রী নিয়ে দেবীদ্বার ফিরছিলেন। যাত্রীবেশী ছিনতাইকারীরা ফুলপুর নামক স্থানে আলীমকে শ্বাসরোধে হত্যা করে সিএনজি অটোরিকশাটি নিয়ে যায়। গলায় গামছা পেছানো অবস্থায় গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের কাছে একটি জলাশয় থেকে গতকাল সকালে মাইক্রোচালক ইব্রাহিম হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইব্রাহিম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ফরিদপুর : মধুখালী উপজেলার মধুমতি নদী থেকে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা সন্ধ্যার দিকে সিতারামপুর ঘাটের কাছে মহিলার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলায় গতকাল এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার জগতসার গ্রামের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে শামীম নামের ওই যুবকের লাশ দেখতে পায় গ্রামবাসী।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.