আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটেনের রানির সম্পত্তি কিনে বাড়ি বানাচ্ছে হিন্দুজারা

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

একেই বোধ হয় বলে উলটপুরাণ। রাজপরিবারকে সামনে রেখে ব্রিটিশরা প্রায় 200 বছর ভারত শাসন করেছিল। বেশিদিন আগেকার কথা নয়। ছয় দশকের পুরানো।

আর আজ অনাবাসী ভারতীয় ব্যবসায়ী হিন্দুজা ভাইয়েরা ব্রিটিশ রানির সম্পত্তি কিনে বিশাল বাড়ি বানাতে চলেছেন। 5 কোটি 80 লাখ পাউন্ড দিয়ে ব্রিটিশ রানির ওই সম্পত্তি কেনার পর হিন্দুজা পরিবার আরো -- থেকে 5 কোটি পাউন্ড খরচ করবে সেটিকে নিজেদের বাসভবন উযোগী করে তৈরি করার জন্য। তবে নতুন এই বাড়িতে হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান এস পি হিন্দুজা এবং প্রেসিডেন্ট জিপি হিন্দুজা থাকবেন না। বাকিংহাম প্যালেসের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে তার পাশেই কলটিন হাউস চত্বরের প্রস্তাবিত বাড়িতে থাকবেন বর্তমানে জেনেভায় বসবাসকারী প্রকাশ হিন্দুজা এবং মুম্বাইয়ের বাসিন্দা অশোক হিন্দুজার পরিবারের লোকজন। হিন্দুজা পরিবারের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, রানির থেকে কেনা সম্পত্তিতে 60টি ঘর রয়েছে।

সেখানে হিন্দুজা পরিবারের 38 জন সদস্য থাকতে পারবেন। নতুন এই বাড়িতে 32টি শোওয়ার ঘর, একটি করে যৌথ লিভিংরুম, খাবার, ও রান্নাঘর তৈরি করা হবে। এছাড়াও একটি সুইমিং পুল, জিম, সিনেমা হল এবং নাচঘর তৈরি করার কথাও চলছে। হিন্দুজারা সাধারণ এবং চিরাচরিত প্রথা মেনেই জীবনযাপন করতে চান। হিন্দুজাদের চতুর্থ প্রজন্মও ভবিষ্যতে এইভাবে চলতে চান।

নতুন সম্পত্তিটি হিন্দুজা ভাইয়েরা নিজেদের পরিবারের বাকি সদস্যদের প্রয়োজনেই কিনছেন বলে জানা গিয়েছে। পরিবারের চিরাচরিত প্রথা মেইে সেপ্টেম্বর মাষে একেবারে সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ হিন্দুজার মেয়ে রেণুকার বিবাহের পরিকল্পনা নিয়েছে তারা। 1820 সালে রাজা চতুর্থ জর্জকে বাকিংহাম প্যালেসের কাছেই কালর্টন হাউসে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি অন্তর্বর্তী যুবরাজ হিসেবেই সেখানে থাকতেন। এছাড়াও উদারপন্থী প্রধানমন্ত্রী উইলিয়াম গ্ল্যাডস্টোনও এখানে বসবাস করেছেন।

রাজপরিবারের তেকে কেনার পর হিন্দুজারা বাড়িটিকে গ্রেড ওয়ানে পরিবর্তনের জন্য স্থাপত্যবিদ, ঠিকাদার এবং পরিকল্পনাবিদদের একটি দল তৈরি করেছেন। এই বাড়িটিতে হিন্দুজারা একটি মন্দিরও তৈরি করবে। ভগবান কৃষ্ণের নামে এটি উৎসর্গ করা হবে। হিন্দুজার ভায়েরা এখানে পুজো দেবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.