আমাদের কথা খুঁজে নিন

   

ছেঁড়া স্বপ্নেই্ স্বপ্ন বুনি

বোকারা ভাবে তারা চালাক, চালাকরা ভাবে তারা চালাক। আসলে সবাই বোকা। বোকার রাজ্যে আমাদের বসবাস স্বপ্নগুলো ছিঁড়ে যায় সুতা কাটা লাল নীল ঘুড়িটার মত, উড়ে যায় খোকা-খুকুর হাত থেকে ফোঁসকে যাওয়া গ্যাস বেলুনের মত। স্বপ্নগুলো ঢেকে যায় শীতের কুয়াশার চাদরের আড়ালের মত, বাস্তবতার নির্মোঘ মেঘে। অমাবস্যার মাঝ রাতের আকাশের মাঝে যেভাবে হারায় তারাদের মেলা। স্বপ্নগুলো মিলিয়ে যায় জীবনের স্রোতে, যেভাবে মুখের ভেতর মিইয়ে যায় হাওয়াই মিঠাই এর ক্ষণিকের স্বাদ। তবু চোখ স্বপ্ন দেখে তবু হৃদয় স্বপ্ন বুনে কারণ, বেঁচে থাকার আরেক নামই যে স্বপ্ন দেখা, স্বপ্ন বোনা, স্বপ্নময় ছবি আঁকা।। আসুন স্বপ্ন বুনি নিজের তরে, আপনজনের তরে, সমাজের তরে, দেশের তরে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।