আমাদের কথা খুঁজে নিন

   

নেপালের ইতিহাস 3



মাত্র দুই বছর পর 1960 সালের ডিসেম্বর মাসে রাজা মহেন্দ্র সংসদ বাতিল ও প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে নিরংকুশ ক্ষমতা নিজের হাতে নেন। 1962 সালে পাঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠা পায়, যাতে রাজা নিজের পছন্দানযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা মনোনয়নের ক্ষমতা পান। 1972 সলে রাজা মহেন্দ্রর মৃতু্যর পর তার পুত্র বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব ক্ষমতায় বসলেও রাজা হিসাবে তার অভিষেক হয় 1975 সালের ফেব্রুয়ারী মাসে। অনুষ্ঠানিকতায় বিলম্বের হেতু নেপালীরা প্রবল অদৃষ্টবাদীতে বিশ্বাস। জ্যোতিষির কথা রাখতে গিয়ে নাকি এমটি করা হয়েছিল।

1980 সালে একতরফা গনভোটে প্রচলিত পঞ্চায়েত ব্যবস্থায় পক্ষে বেশ কষ্ট করে বৈধতা আদায় করা হলেও বিপুল সংখ্যক ভোটার গনতন্ত্রের পক্ষে রায় দেন। দশ বছরের মাথায় 1990 সালে গনতন্ত্রীরা পঞ্চায়েত ব্যবস্থা বাতিল করে গনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ব্যাপাক গন আন্দোলনের ডাক দেয়। 8 এপ্রিল আন্দোলকারীরা রাজপ্রসাদ আক্রমন করলে পুলিশের গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারায়। সরকারের নির্মম অত্যাচারে সারাদেশ গর্জে ওঠে। আন্দোলনের তীব্রতায় রাজা বীরেন্দ্র নভেম্বর মাসে সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক হয় জনগন, রাজতন্ত্র হয়ে পড়ে সীমিত।

1991 সালে শুরু হয় সাবভৌম সংসদীয় ব্যবস্থা। কিন্তু রাজনীতিকদে মতপার্থক্য এবং মাওপন্থীদের সশস্ত্র অবস্থানের ফলে নেপালে গনতন্ত্র স্থিতিশীলতার বদলে ঘন ঘন সরকার বদলের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি অর্জন করতে পারেনি। 2001 সালে এক রহস্যজনক ও হ্নদয়বিদারক হত্যাকান্ডে রাজা বীরেন্দ্র সপরিবারে নিহত হলে ক্ষমতার দৃশ্যপটে আসেন বহুল আলোচিত জ্ঞানেদ্র। পাশাপাশি চলতে থাকে মাওবাদীদের সশস্ত্র রক্তাক্ত অভিযান এবং জ্ঞানেন্দ্রর রাজতন্ত্রী শক্তি সঞ্চয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।