আমাদের কথা খুঁজে নিন

   

ইশতেহার প্রণয়ন কমিটি করল জাপা

দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রণয়নের জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় পার্টি (জাপা)।
পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এ কমিটি গঠন করেন বলে দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে প্রধান করে করা ওই কমিটিতে আছেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ, সুনীল শুভরায় এবং যুগ্ম মহাসচিব মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।
এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে নির্বাচনী ইশতেহারের একটি খসড়া প্রণয়ন করে পার্টি চেয়ারম্যানকে দিতে বলা হয়েছে।
গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচনে অংশ নিয়েছিল এরশাদের জাতীয় পার্টি। এখন পর্যন্ত তাদের নির্বাচনী সে জোট বহাল আছে। তবে বেশ কিছুদিন ধরে এরশাদ আগামী নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা বলছেন। মহাজোট ছেড়ে বেরিয়ে আসতে দলের একটি অংশের চাপও আছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.