খসে পড়া শুকনো চামড়ার টুকরাদের বড়ো আফসোস
আর সব শুকনো-গুড়োরা পুড়ে পুড়ে ফুসফুসের স্টপেজ ছুঁয়ে উড়ে গেছে সেই সে কবে।
জীবন এখন আর আর আগের মত জীবনময় নয়- অভিযোগ করলো এক বেদুইন উট!
আমি কি শুষে নিয়েছিলাম সেই উদর-নর্তকীর মেদ ছুঁয়ে আসা শ্বেদবিন্দু?
ভাবতে ভাবতে ৫৫টি বালুঝড় শু্য়ে বসে কাঁটিয়ে দিলো এক চিমসে যাওয়া বুক।
নর্তকী... ওলো নর্তকী
দিসনি তুই দিতে আমায় ডুব সাঁতার, তোর গভীর নাভিতে
খুবলে খেলো এক শকুনী, আমার সব বৃত্তবন্দী সুখ।
১৬ মে, ২০০৮
(উৎসর্গ: "ঘোলাটে কাঁচের" কোন এক কবিকে।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।