আমাদের কথা খুঁজে নিন

   

আচরন, ভোলা যায়?

আমার ব্যক্তিগত ব্লগ

আমার এক বস ছিলেন, ছোট খাট কারনে প্রচন্ড রেগে যেতেন। কিন্তু এর থেকে বের হবার ম্যাজিক শব্দও ছিল "সরি", এটা বললেই হলো সব রাগ পানি। কালকে জীমে গিয়ে মনে হলো, এই যাহ, কার্ড আনতে ভুলে গেছি। ঢুকতেই রেসপন্সিবল পার্সনকে বললাম, সরি কার্ড আনতে ভুলে গেছি, পরে আনব। উনি উত্তর দিলেন, তাহলে পরেই আইসেন।

ওনার কথায় পাত্তা না দিয়ে ঢুকে গেলাম, কিন্তু ব্যাপারটা এতো স হজে হজম হলোনা। ভাবছিলাম, কালকেই নতুন জীমে খোজ নিব। এই মাস এখানে থেকে, ঈদের পর নতুন জীমে/এরোবিক্সে জয়েন করবো। বের হবার সময় উনি আমাকে বললেন, দাড়ান এক সাথে নামি (সাধারনত: 6তলা থেকে মেয়েরা একা সিঁড়ি দিয়ে নামেনা)। নামতে নামতে হালকা কথা হলো, আমার বোনের কথা জিগ্যেস করলেন ইত্যাদি ইত্যাদি।

বেশ হাসিমুখে। তারপর নীচে বিদায় নিয়ে চলে গেলেন, আমি আবার ভাবতে শুরু করলাম, যাই হোক এতো খারাপও তো না, বাসার কাছে আর জীম কোথায় পাব, গেলে তো অনেক দূরে যেতে হবে, আবার রাতে একা একা ফিরাও সমস্যা...। বুঝলাম রাগ চলে গেছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.