- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
(3)
ছিঁড়ে গেলো বাঁধন
ছিলাম হোস্টেলে একসাথে ক'জন
যার যার বাড়ি- যার যার ঘর
হয়ে গেলাম সবাই এখন পর !?
মার্চ 2002
আমরা হোস্টোলে ছিলাম 15 জন। এছাড়াও জুনিয়র ব্যাচের ছাত্ররা কয়েকমাস পরেই আমাদের সাথে যোগ হয়। সব মিলিয়ে কতজন ছিলাম ঠিক বলতে পারবো না। আজও কয়েকজনের সাথে দেখা হয়। সেই কয়েকজনের মধ্যে আবার কিছু আমার ঘনিষ্ঠ বন্ধু।
আমার বন্ধুর সংখ্যা খুবই কম। স্কুলের বন্ধু একজন (যে বর্তমানে সেনাবাহিনীতে); কলেজের বন্ধু 5 জন। এর মধ্যে 2 জন আবার প্রাণপ্রিয়। এখানে বলে রাখা উচিৎ, বন্ধু হিসেবে আমি খুব একটা ভালো নই। বন্ধু আরো আছে- স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বাইরে।
তাদের কথা আজ নাই বা বললাম। আজ শুধু হোস্টেলের বন্ধুদের কথাই বললাম যাদের কয়েকজন কোথায় আছে জানিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।