চলতে এখনও করিনি শুরু, খাঁচার ভেতর কেবল উড়ুউড়ু!!
আমি সারা জীবনেও কি একবার সিরিয়াস হতে পারব না , আমি কি একবারও জেদ করতে পারব না। সব সময় এতটা স্বাভাবিক থাকতে থাকতে আমি ক্লান্ত। আমার কি কোন পরিবর্তন হবে না? আমি পাল্টাতে চাই, নিজেকে নতুন করে সাজাতে চাই। কিন্তু পারি না, কেন পারি না!! মানুষ নাকি বেঁচে থাকলে বদলায়!! এক রুটিনের জীবন আর ভাল লাগছে না। রুটিন বদলাতে হবে, কিন্তু কিভাবে? আমি জানি না, কিছুই জানি না।
আমি বার বার ব্যর্থ হচ্ছি, বার বার পেছনে পড়ে যাচ্ছি । আমি আমাকে দেখাতে চাই আমি মুটিয়ে যাবার লোক নই। আমি চির উদ্দম, চির চঞ্চল। একটা পিপাসু মন আমার আছে। তাকে আমি জাগাতে চাই, আমি আমাকে বলতে চাই………….
আমি উন্মাদ, আমি উন্মাদ!!
আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাধ!!
কবে আসবে সেই আজিকে?? আমি আমাকে চিনতে চাই, নিজেকে চেনাতে চাই, আমার সব বাধা খুলে দিতে চাই।
তার পরও পারিনা কি জেন আমায় টেনে ধরে, কোন সংশয় নয় তবু থেমে থাকা!! নিজের সেই পুরাতন কক্ষপথে অবিরাম ঘুরে চলা.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।