আমার জানা বলতে আমি কি বুঝি তাই জানি না।
যা মনে হয় তাকে ঠিক গোছালো বক্তব্য
যাবে না বলা।
মনের ভেতরে ক্ষোভ
মনের ভেতরে যন্ত্রণা-
মনের ভেতরে যন্ত্রণার আগুন!
পৃথিবী কেন এতটা খালি খালি মনে হয়?
নিজের জন্য বুক ভরা কষ্ট কেন?
নির্জন রাত-
তিনটে চারটে অথবা পাঁচের অশরীরী
*অতিক্রম হবার ভয়
*এসে যাবার ভয়
অথবা
ঝলমলে আলোর ঝলকানির *
সুন্দরী নারীর সৌন্দর্যকে এতটা নির্লিপ্ত
কেন মনে হয়?
সারাদেশ জুড়ে ঘটা ঘটনার রেশ-
নির্বাচনে ক্ষমতার পালাবদল
দিনের পরদিন প্রতিযোগিতামূলক অপরাধ
বছরের পর বছর শ্রমিকের ঘাম
মৃত হুমায়ুন আজাদ
নচিকেতা অথবা মমতাজ
ভগবান অথবা ঈশ্বর!
এতটা নির্লিপ্ত আজ কেন?
সৌন্দর্য অথবা অসৌন্দর্য
ছুঁতে পারছেনা কেন আমায়?
অগোছালো বক্তব্য
(১৭/০৮/০৪)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।